হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিল কিশোরীর লাশ

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পার্কের পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৪ মে) সকাল ৮টার দিকে পুলিশ প্লাজার পাশের পার্কের পাবলিক টয়লেটের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনিপ্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত কিশোরীর নাম সাবিনা আক্তার ওরফে আকলিমা (১৭)।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার পাশের পার্কের পাবলিক টয়লেটের বারান্দা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

এসআই জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ওই কিশোরী ভবঘুরে প্রকৃতির। হাতিরঝিল এলাকাতেই ঘোরাফেরা করত। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

এসআই আরও জানান, দূরসম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে জানা গেছে, সাবিনার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দারিয়া গ্রামে। তবে বহু বছর আগে তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। আর সাবিনা ঢাকায় ভবঘুরে জীবন যাপন করত।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত