হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিল কিশোরীর লাশ

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পার্কের পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৪ মে) সকাল ৮টার দিকে পুলিশ প্লাজার পাশের পার্কের পাবলিক টয়লেটের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনিপ্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত কিশোরীর নাম সাবিনা আক্তার ওরফে আকলিমা (১৭)।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার পাশের পার্কের পাবলিক টয়লেটের বারান্দা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

এসআই জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ওই কিশোরী ভবঘুরে প্রকৃতির। হাতিরঝিল এলাকাতেই ঘোরাফেরা করত। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

এসআই আরও জানান, দূরসম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে জানা গেছে, সাবিনার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দারিয়া গ্রামে। তবে বহু বছর আগে তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। আর সাবিনা ঢাকায় ভবঘুরে জীবন যাপন করত।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯