হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় গৃহবধূ নিহত 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মর্জিনা বেগম চন্দ্রদীঘলিয়া গ্রামের দাউদ মিনার স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার বলেন, বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পিকআপ মর্জিনাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার বলেন, পিকআপটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু