হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৫২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির গতকালের পদযাত্রা চলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে ৫২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে বলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ৫২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির পূর্বনির্ধারিত পদযাত্রা ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়। ১০ থেকে ১৫ হাজার জনসমাগমের পদযাত্রা সিটি কলেজের সামনে দিয়ে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আসে।

পুলিশ বলছে, পদযাত্রার ‘শেষের সারি থেকে কিছু ছেলে’ পুলিশের ওপর চড়াও হয়; তারা ইট-পাটকেল মারে এবং ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে পেটায়। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে ‘তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাসের গ্লাস ভাঙে’।

এ ঘটনায় বিএনপি ১০ থেকে ১৫ জন নেতা-কর্মীকে আটকের অভিযোগ করেছিলেনদলটির নেতারা। অন্যদিকে পুলিশের কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছিলেন বলে দাবি করেন ধানমন্ডি থানার ওসি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট