চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে কনটেইনার বিস্ফোরণে নিহত ফায়ার ফাইটার মো. শাকিল তরফদারের জানাজা ঢাকায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে তাঁর জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে শাকিলের মরদেহ খুলনায় তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর চাচা ও বড় ভাই মরদেহ গ্রহণ করতে আসেন।
জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, কোস্টগার্ডের প্রধানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।