হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাককর্মীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এক পোশাককর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার চান্দু মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

ওই নারীর নাম আরজিনা এলাইচ লিজা (৩০)। তিনি টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার আনছার আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম মো. মাসুদ রানা। মাসুদ রানা একই থানা এলাকার সুপু মিয়ার ছেলে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, লিজার স্বামী মো. মাসুদ রানা পেশায় রংমিস্ত্রি। লিজা কোনাবাড়ী এলাকার তুসুকা নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। রোববার ভোরে গোঙানির শব্দে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন ঘরে গিয়ে লিজাকে রক্তাক্ত অবস্থায় পায়। 

পরে তাঁকে কোনাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে লিজাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লিজার স্বামী মাসুদ পলাতক রয়েছেন।

ওসি আরও জানান, মাসুদ রংমিস্ত্রি হলেও কোনো কাজ করতেন না। তাঁদের দুটি সন্তান টাঙ্গাইলে নানুর কাছে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ভোরে চাকু দিয়ে গলায় আঘাত করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে স্বজনেরা আভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ