হোম > সারা দেশ > ঢাকা

রেজিস্ট্রেশন নবায়নের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেজিস্ট্রেশন নবায়নের মাধ্যমে পরীক্ষার সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ২০১০ থেকে ২০১৫ সেশনের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের অনার্স ও ডিগ্রির শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনার খান সাহেব কমরউদ্দিন ডিগ্রি কলেজের ডিগ্রি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমিরুল ইসলাম। তিনি বলেন, করোনার কারণে আমাদের ক্লাস পরীক্ষা বাতিল হয়ে যায়। ফলে অনেকের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যায়। আগের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষা দেওয়া যেত। কিন্তু আমাদের কোনো নোটিশ বা কোনো কিছু না জানিয়ে রেজিস্ট্রেশন নবায়নের মেয়াদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। তাই আমরা এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

খুলনা সরকারি ব্রজলাল কলেজে ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী মাশুকুর রহমান বলেন, আমার ৩০টি কোর্সের মধ্যে ২৯টি কোর্সে পাস করেছি। একটি কোর্সে দুবার পরীক্ষা দেওয়ার পর ফেল এসেছে। দুবারই চ্যালেঞ্জ করার পরও ফলাফলের কোনো পরিবর্তন আসেনি। এবার আবার পরীক্ষা দিতে চাইলে কর্তৃপক্ষ বলছে, নতুন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের মেয়াদ আর নবায়ন করা হবে না। তাই আমি আর পরীক্ষা দিতে পারছি না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল, খুলনাসহ বিভিন্ন অঞ্চলের কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট