হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী থেকে অটোরিকশাকে ঠেলে উত্তরায় নিয়ে এল ট্রেন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী থেকে একটি অটোরিকশাকে ঠেলে উত্তরায় নিয়ে গেছে ঢাকাগামী একটি ট্রেন। এ ঘটনায় ওই অটোরিকশার চালক মো. মোতালেব (৪৫) গুরুতর আহত হয়েছেন।

টঙ্গী পূর্ব থানাধীন বউ বাজার রেলগেট এলাকা থেকে শনিবার (১৮ জুন) রাত পৌনে ১১টার দিকে উত্তরার আব্দুল্লাহপুরের কোটবাড়ি রেলগেটে নিয়ে আসে ট্রেনটি।

পরে কোটবাড়ি এলাকার পথচারীরা গুরুতর আহত ওই চালককে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে উত্তরা পূর্ব থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ওই অটোরিকশা চালক জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকার মৃত জনাব আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গী আরিচপুর বউবাজার এলাকার রফিক ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকেন। 

কোটবাড়ি এলাকার পথচারীরা আজকের পত্রিকাকে জানান, ঢাকাগামী একটি ট্রেন টঙ্গী থেকে অটোরিকশাটিকে ঠেলে নিয়ে এসে কোটবাড়ি এলাকায় ফেলে যায়। পরে অটোটির কাছে গিয়ে দেখা যায়, চালক গুরুতর আহত অবস্থায় চিৎকার করছেন। তাঁকে সবাই ধরাধরি করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘টঙ্গীর আরিচপুর বউ বাজার রেলগেট গিয়ে অটোরিকশাটি ক্রসিং করছিল। এমন সময় ঢাকাগামী একটি ট্রেন সেটিকে ধাক্কায় দেয়। পরে ট্রেন অটোরিকশাটি ঠেলতে ঠেলতে আব্দুল্লাহপুর রেলগেট পর্যন্ত নিয়ে আসে। এখানে এসে রেল লাইন থেকে ছিটকে পড়ে যায় অটোরিকশাটি।’

এসআই বলেন, ‘এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক মোতালেবকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চালকের স্বজনদের সঙ্গে কথা বলে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তখন তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।’

এসআই সেলিম মিয়া আরও বলেন, ‘বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি দক্ষিণখানের কোটবাড়ি রেলগেট চেকপোস্টে পুলিশ হেফাজতে রয়েছে।’

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার