হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় পরীক্ষার্থীদের মাস্ক-পানি বিতরণ করেছে পুলিশ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর উত্তরায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাস্ক ও পানি বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের হ্যান্ড স্যানিটাইজ করা এবং পরীক্ষার্থীদের আসন খুঁজে বের করতেও সহযোগিতা করেন তাঁরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরীক্ষা শুরুর পূর্বমুহূর্তে দক্ষিণখান শিক্ষা কমপ্লেক্সের এস এম মোজাম্মেল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে এই সহযোগিতা দিয়েছে পুলিশ।

এ ছাড়াও উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, নওয়াব হাবিবুল্লা স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ ১৮টি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে 'এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুলিশ সহায়তা ক্যাম্প' খুলে সহযোগিতা করেছে ডিএমপির উত্তরা বিভাগ। 

এদিকে পুলিশের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা। তাঁরা বলেন, পূর্বের পুলিশিং এবং বর্তমান পুলিশিংয়ের মধ্যে অনেক পার্থক্য সৃষ্টি হয়েছে। আগে পুলিশ ছিল আতঙ্কের নাম। কিন্তু বর্তমানে পুলিশ বিপদে-আপদে সহযোগিতার নাম।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান বলেন, 'করোনা মহামারির পর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তাই করোনা রোধে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ স্যারের নির্দেশে আমরা পরীক্ষাকেন্দ্রে পুলিশ সহায়তা ক্যাম্প খুলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পানি বিতরণ করেছি। সেই সঙ্গে পরীক্ষার্থীদের আসন খুঁজে বের করার কাজেও সহায়তা করা হয়েছে।' 

মুহাম্মদ মামুনুর রহমান আরও বলেন, উত্তরা বিভাগের ১৮টি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সকাল ৯টা থেকে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত একযোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার