হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ফেসবুকে ক্ষমা চেয়ে মোবাইল ফোন বন্ধ, বন্ধুরা বাসায় এসে দেখেন লাশ ঝুলছে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ১১টার দিকে শহরের ইসলামপাড়ায় সাজিদের খালার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাসায় তিনি একা থাকতেন বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। 

মৃত ছাত্রের নাম সাজিদ হোসেন (১৮)। তিনি শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরবাগ গ্রামের মামুন আর রহমানের ছেলে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, মায়ের মৃত্যুর পর খালার বাসায় থেকে পড়ালেখা করছিলেন সাজিদ। খালা-খালু চাকরির সূত্রে জেলার বাইরে থাকেন এবং বাবা চট্টগ্রাম জেলায় বালুর ব্যবসা করেন। পরিবারের লোকজন না থাকায় সাজিদ একাই ওই বাড়িতে থাকতেন। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বন্ধুদের ফোন করে ও ফেসবুকে তাঁদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। রাতে ফোন বন্ধ পেয়ে বন্ধুরা তাঁর বাসায় গিয়ে জানালা দিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এটা হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট