হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ফেসবুকে ক্ষমা চেয়ে মোবাইল ফোন বন্ধ, বন্ধুরা বাসায় এসে দেখেন লাশ ঝুলছে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ১১টার দিকে শহরের ইসলামপাড়ায় সাজিদের খালার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাসায় তিনি একা থাকতেন বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। 

মৃত ছাত্রের নাম সাজিদ হোসেন (১৮)। তিনি শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরবাগ গ্রামের মামুন আর রহমানের ছেলে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, মায়ের মৃত্যুর পর খালার বাসায় থেকে পড়ালেখা করছিলেন সাজিদ। খালা-খালু চাকরির সূত্রে জেলার বাইরে থাকেন এবং বাবা চট্টগ্রাম জেলায় বালুর ব্যবসা করেন। পরিবারের লোকজন না থাকায় সাজিদ একাই ওই বাড়িতে থাকতেন। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বন্ধুদের ফোন করে ও ফেসবুকে তাঁদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। রাতে ফোন বন্ধ পেয়ে বন্ধুরা তাঁর বাসায় গিয়ে জানালা দিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এটা হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব