হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে যুবলীগ-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক রোডে যুবলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শামিম আহমেদ (৪৫) নামে এক যুবলীগ নেতাসহ দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় শহীদ ফারুক সড়কের সনি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শামীমকে হাসপাতালে নিয়ে আসা শাকিল হোসেন জানান, রাতে সনি টাওয়ারের সামনে যুবলীগের মতবিনিময় সভা চলছিল। বক্তব্য দিচ্ছিলেন শামীম আহমেদ। এ সময় হঠাৎ করে ছাত্রদল হামলা করে এবং ককটেলের বিস্ফোরণ হয়। এতে শামীম লাঠির আঘাতে ও ককটেলের স্প্লিন্টারে আহত হয়। আরও একজনের মাথায় আঘাত লাগে। পরে শামীমকে ঢাকা মেডিকেলে আনা হয়। আহত আরেকজন অন্য স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার নাম জানা যায়নি।

শাকিল আরও জানান, শামীমের পিঠে আঘাত লেগেছে। শামীম যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, শহীদ ফারুক সড়কে সনি টাওয়ারের সামনে যুবলীগের একটি মতবিনিময়ের সময় চলছিল। সেখান দিয়ে ছাত্রদলের নতুন কমিটির একটি মিছিল নিয়ে যাওয়ার সময় মতবিনিময়ের সভাকে লক্ষ্য করে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পরপরই যুবলীগ-ছাত্রদলের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫