হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে যুবলীগ-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক রোডে যুবলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শামিম আহমেদ (৪৫) নামে এক যুবলীগ নেতাসহ দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় শহীদ ফারুক সড়কের সনি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শামীমকে হাসপাতালে নিয়ে আসা শাকিল হোসেন জানান, রাতে সনি টাওয়ারের সামনে যুবলীগের মতবিনিময় সভা চলছিল। বক্তব্য দিচ্ছিলেন শামীম আহমেদ। এ সময় হঠাৎ করে ছাত্রদল হামলা করে এবং ককটেলের বিস্ফোরণ হয়। এতে শামীম লাঠির আঘাতে ও ককটেলের স্প্লিন্টারে আহত হয়। আরও একজনের মাথায় আঘাত লাগে। পরে শামীমকে ঢাকা মেডিকেলে আনা হয়। আহত আরেকজন অন্য স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার নাম জানা যায়নি।

শাকিল আরও জানান, শামীমের পিঠে আঘাত লেগেছে। শামীম যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, শহীদ ফারুক সড়কে সনি টাওয়ারের সামনে যুবলীগের একটি মতবিনিময়ের সময় চলছিল। সেখান দিয়ে ছাত্রদলের নতুন কমিটির একটি মিছিল নিয়ে যাওয়ার সময় মতবিনিময়ের সভাকে লক্ষ্য করে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পরপরই যুবলীগ-ছাত্রদলের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু