হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির ২১ পরিদর্শককে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। 

আদেশে জানানো হয়, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পার্থ প্রতিম ব্রহ্মচারীকে উত্তরা-পশ্চিম থানায়, ডিবি-মিরপুর বিভাগের মো. ইসরাফীল হোসেন ভূইয়াকে বনানী থানায়, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের আবু জাফর মো. মাহফুজুল কবিরকে কলাবাগান থানায়, ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম বিভাগের শিশির কুমার কর্মকারকে বংশাল থানায়, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কাজী মো. নাসিরুল আমীনকে মতিঝিল থানায়, ডিবি উত্তরা বিভাগের এস এম গফফারুল আলমকে শাহজাহানপুর থানায় ও ডিবি লালবাগ বিভাগের সুব্রত কুমার পোদ্দারকে ডেমরা থানায় বদলি করা হয়েছে। 

অপরদিকে, আইএডি বিভাগের খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে শ্যামপুর থানায়, স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের মো. মুমিন খাঁনকে ওয়ারী থানায়, প্রসিকিউশন বিভাগের প্রেমদাস রায়কে গেন্ডারিয়া থানায়, ডিবি-গুলশান বিভাগের উদয় কুমার মন্ডলকে পল্লবী থানায়, লজিস্টিকস বিভাগের মো. শরীফুল ইসলামকে চকবাজার থানায় ও চকবাজার থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ দেলোয়ার হোসেনকে ডিবি-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। 

এ ছাড়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. শফিকুল ইসলামকে বিমানবন্দর থানায়, উত্তরা পূর্ব থানার মো. আলমগীর গাজীকে বনানী থানায়, বিমানবন্দর থানার মো. মুজাহিদুল ইসলামকে উত্তরা-পূর্ব থানায়, লাইনওআর বিভাগের মো. ওমর ফারুককে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম বিভাগে, একই বিভাগের এবিএম মশিউর রহমান ও মো. শামীম হাসান তালুকদারকে যথাক্রমে প্রসিকিউশন ও অপরাধ বিভাগে ও অপরাধ বিভাগের মো. আবু বকর সিদ্দিককে পিআরআন্ডএইচআরডি বিভাগে এবং পিআর আন্ড এইচআরডি বিভাগের মোল্লা রবিউল ইসলামকে আইএডি বিভাগে বদলি করা হয়েছে।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন