হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা ১৭: এক কেন্দ্রে ৩ ঘণ্টায় ৩০ ভোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে পাঁচ কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩০ জন ভোটার। 

সরেজমিনে ৬৫ নম্বর কেন্দ্রে ঘুরে জানা যায় এটি পুরুষদের জন্য। এখানে মোট ভোটার ২ হাজার ৬২১ জন। এই কেন্দ্রর পাঁচটি বুথ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ১ নম্বর বুথে ১২,২ নম্বর বুথে ছয়, ৩ নম্বর বুথে সাত, ৪ নম্বর বুথে তিন এবং ৫ নম্বর বুথে দুজন ভোট দিয়েছেন। 

এই কেন্দ্রে নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। জানতে চাইলে নৌকা প্রতীকের এজেন্টরা বলেন, অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসেনি। 

ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে নির্বাচন করছেন। আরও লড়ছেন ছয়জন প্রার্থী। বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি. এস. পি) থেকে একতারা মার্কায় লড়ছেন শাহ আলম, আম মার্কায় ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মজনু, কুলা মার্কায় বিকল্প ধারা বাংলাদেশের মো. আইনুল হক, সোনালী আঁশ মার্কায় তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, টেলিভিশন মার্কায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস. এম. আবুল কালাম আজাদ ও বেলুন মার্কা নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা