হোম > সারা দেশ > ঢাকা

পরীক্ষার হলে কথা বললেই ব্যবস্থা: পিএসসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে যেকোনো নিয়োগ পরীক্ষার সময় প্রার্থীরা কথা বলাবলি ও দেখাদেখি করলেই নেওয়া হবে ব্যবস্থা। ওই প্রার্থীদের পিএসসির পরবর্তী পরীক্ষাতেও অবাঞ্ছিত করা হবে। আজ রোববার দুপুরে এক সভায় এসব কথা বলেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। 

২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা সামনে রেখে এ সভাটি আয়োজন করা হয়। পিএসসির সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক, ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন কেন্দ্রের প্রধানেরা সভায় উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটি আদর্শ পরীক্ষাব্যবস্থা দাঁড় করাতে চাচ্ছি। যেখানে পরীক্ষার্থীরা নিজে থেকেই অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। পরীক্ষার হলে কথা বললে, দেখাদেখি করলে ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক কাজের জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাঁদের দেওয়া হবে। 

সভায় উপস্থিত পিএসসির একজন সদস্য জানান, পরীক্ষার হলে প্রার্থীদের কথা বলাবলি এবং দেখাদেখি বন্ধে এখন থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকেই এই কঠোর অবস্থানে যাবে পিএসসি।

গত বছর ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২০ জানুয়ারি এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী। ২৪ জুলাই থেকে এই প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরু হবে। রাজধানীর ৮টি ও সারা দেশের বিভাগীয় শহরের ৭টি, মোট ১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন