হোম > সারা দেশ > ফরিদপুর

মালয়েশিয়ায় ক্রেন উল্টে বাংলাদেশির মৃত্যু

প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর) 

মালয়েশিয়ায় ক্রেন উল্টে মারা গেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চর বালিয়া গ্রামের ফাইজুর মোল্লা (২৮)।

গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তিনি মারা যান। নিহত ফাইজুর মোল্লা চর বালিয়া গ্রামের মৃত সামছুল হক মোল্লা ও সবেদা বেগম দম্পতির ছোট সন্তান। এ দম্পতির তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ফাইজুর ছিলেন সবার ছোট।

পরিবারের সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফাইজুর মোল্লা মালয়েশিয়া যান। সেখানে ক্রেন চালানোর কাজ নেন। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে কাজে যান ফাইজুর। সকাল ১০টার দিকে তাঁর ক্রেনটি উল্টে যায়। এ সময় ফাইজুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

ফাইজুরের মৃত্যুতে তাঁর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বারবার মূর্ছা যাচ্ছেন মা। গত জুনে স্বামী সামছুল হক মোল্লাকে হারিয়েছেন তিনি। তিন মাসের ব্যবধানে সন্তানকে হারিয়ে সবেদা বেগম এখন পাগলপ্রায়। মারা যাওয়ার আগেরদিনও ফাইজুর মায়ের সঙ্গে কথা বলেছেন। 

আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসিয়ার মাতুব্বর জানান, ফাইজুরের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফাইজুরের বড় দুই ভাই সাইফুল মোল্লা ও সানোয়ার মোল্লাও মালয়েশিয়ায় থাকতেন। গত বছর করোনা মহামারি শুরুর আগে দুই ভাই দেশে আসেন। আর যেতে পারেননি। পরিবারের আদরের ছোট ভাই ফাইজুরকে হারিয়ে তাঁরা নির্বাক।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা