হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে শালবন থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আটক ২ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি শালবন থেকে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে কালিয়াকৈর থানার পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে মোহাম্মদ মুসা ওরফে রাফি (৪) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার উত্তর কালামপুর এলাকার শামীম হোসেনের ছেলে। মুসাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন মাহির উদ্দিন (৩৮) ও জালাল উদ্দিন (৪০)।

পুলিশ ও অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে মোহাম্মদ মুসা বাড়ির পাশে খেলছিল। বেলা ১১টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে বিষয়টি কালিয়াকৈর থানার পুলিশকে জানান। সন্ধ্যার দিকে একই এলাকায় ভাড়া থাকা মাহির উদ্দিন নামের এক যুবককে সন্দেহ হলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মাহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কালামপুর এলাকার শালবন থেকে রাতে মুসার লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, শিশুটিকে কেন বা কী কারণে হত্যা করা হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকা দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে