হোম > সারা দেশ > ঢাকা

১৩ বছর পর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে পল্লবী থানা এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর আজ বুধবার সকালে পল্লবী থেকে রাইসুল হাসান আর্শেদ নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। সে ২০১১ সালে মিরপুর থানা এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করে।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম। তিনি বলেন, ২০১১ সালের ২৪ এপ্রিল রাজধানীর মিরপুর থানা এলাকার ৭ বছরের শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত আসামি রাইসুল। এই ঘটনায় ওই বছরের ১৯ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে রাইসুল হাসান আর্শেদকে আসামি করে ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এই মামলায় গ্রেপ্তার আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। আদালত বিচারকার্য শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ডসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শিহাব করিম আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পল্লবীতে অভিযান আসামি রাইসুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে পল্লবী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ