হোম > সারা দেশ > ফরিদপুর

শেখ হাসিনার জনসভায় নৌকার গান ও উন্নয়নবার্তা নিয়ে ২ যুবক

ফরিদপুর প্রতিনিধি

‘আইল দেশে নির্বাচন, ভোট দিবে ভাই জনগণ। নৌকা মার্কায় ভোটটা দিলে দেশটা হবে উন্নয়ন। কত সরকার আইল-গেল, কেউ তো করল না, উন্নয়ন করছে দেশটা নৌকা মার্কার শেখ হাসিনা।’ এভাবেই নৌকার গান গেয়ে শেখ হাসিনার জনসভাস্থলে আগত মানুষদের উৎসাহ দিচ্ছেন নয়ন ভান্ডারী ও সাদ্দাম শেখ নামের দুই যুবক। 

আজ দুপুরে এমনই দৃশ্য চোখে পড়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থলের পাশে। 

নয়ন ভান্ডারীকে সবাই দেশপ্রেমিক বলে চিনে বলে জানান। তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার যুবক সাদ্দাম শেখ। দুজনে প্রধানমন্ত্রীর জনসভায় উন্নয়নের বার্তা ও নৌকার গান গেয়ে আগতদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাঁরা দুজন সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন বলে জানান। 

তাঁদের মধ্যে নয়ন ভান্ডারীকে বিচিত্র পোশাকে দেখা যায়। পরনে লাল পাঞ্জাবি আর সবুজ রঙের পাজামা। মাথায় বেঁধেছেন নৌকার প্রতীক। হাত দিয়ে উচুঁ করে রেখেছেন বাংলাদেশের উন্নয়নের দৃশ্যপটের প্লাকার্ড। সেখানে বড় করে লেখা ‘আমরা নৌকা মার্কায় ভোট দেই, উন্নয়ন বুঝে নেই।’ 

নয়ন ভান্ডারী বলেন, ‘আমি দেশপ্রেমিক। দেশকে ভালবাসতে হবে, দেশের কল্যাণে কথা বলতে হবে। আমাকে সবাই দেশপ্রেমিক বলে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে থাকে। তাঁদের আনন্দ দিতেই আমি সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যাই।’ 

তিনি আরও বলেন, ‘আমার এই বেশ দেখে সবাই আনন্দ পায়। আমি নৌকা ও শেখ হাসিনার উন্নয়ন মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি।’ 

নয়ন ভান্ডারীর সঙ্গে থাকেন সাদ্দাম শেখ। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের বাসিন্দা। সাদ্দাম বলেন, ‘নয়ন ভাই যেখানে ছুটে যান, আমিও তাঁর সঙ্গে যাই। ভাই নৌকার উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরেন, আর আমি গান গেয়ে মানুষকে উৎসাহ দিয়ে থাকি।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১