হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমায় হামলা হতে পারে বলে তথ্য পাওয়া যাচ্ছে: জিএমপি কমিশনার

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ইজতেমা ময়দানে জিএমপির অস্থায়ী সমন্বয় কেন্দ্রে সংবাদ সম্মেলনে কথা বলেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পারে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই পর্বে ইজতেমা ময়দানে হামলা হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য পাওয়া গেছে।

আজ দুপুরে ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অস্থায়ী সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে কমিশনার নাজমুল করিম খান এ কথা জানান।

জিএমপি কমিশনার বলেন, ‘এখানে (ইজতেমা ময়দানে) হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য, যাতে লোকসমাগম না হয় সেটি করার জন্য হতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, এতে ভয় পাওয়ার কিছু নাই।’

নাজমুল করিম বলেন, ‘আমরা তল্লাশি করেছি, মাঠে মধ্যে কোনো বোম নাই। নিশ্চিতভাবেই আমরা তা বলতে পারি। কিন্তু এরপরে কখনো ঢুকবে না সেটি, আমরা ফেলে দিতে পারি না। আমরা তার জন্য চেকপোস্ট বসিয়েছি। তবে হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। আমার মনে হয় না, এটি কোনো নির্ভরযোগ্য সোর্স। আমরা এটি খতিয়ে দেখব। আমরা এটি নিয়ে কাজ করছি, একে কোনো হুমকি মনে করছি না।’

সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযান প্রসঙ্গ টেনে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতকারী এ ইজতেমা মাঠকে ব্যবহার করতে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা মুরব্বিদের বলেছি, আপনাদের নজরে যদি কোনো দুষ্কৃতকারী পড়ে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আপনারা আমাদের হাতে তুলে দেবেন।’

নিরাপত্তার বিষয়ে জিএমপি কমিশনার বলেন, ‘মাঠের মুরব্বিরা ভলান্টিয়ার সার্ভিসের জন্য প্রচুরসংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন, তাঁরা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমরা চারদিকে লোক রেখেছি, প্রহরা রেখেছি, চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি।’

এ সময় মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘ময়দানে মুসল্লিদের মধ্য থেকে প্রতিটি খিত্তায় কয়েকজন করে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আলোচনা করা হচ্ছে। আশা করছি, নির্বিঘ্নে ইজতেমা পালন করতে পারব।’

১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে