হোম > সারা দেশ > ঢাকা

পর্দা উঠলো উই কালারফুল ফেস্টের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) আয়োজনে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে ‘উই কালারফুল ফেস্ট’। এই মেলায় নারী উদ্যোক্তাদের পণ্য বেচাকেনার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা পর্বও চলবে। আজ বুধবার দুপুরে রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমাদের ডিজিটাল কমার্স অনেকটাই এগিয়ে গেছে। আমরা চিন্তাও করিনি এত তাড়াতাড়ি আমাদের ডিজিটাল কমার্সের প্রসার ঘটবে। করোনার বিপদের মধ্য থেকেও এই সম্পদটুকু আমরা পেয়েছি। নারী উদ্যোক্তাদের কারণেই এটা সম্ভব হয়েছে।’ 

এ সময় উদ্যোক্তাদের ইউনিক আইডেনটিফিকেশন নম্বর দেওয়ার গুরুত্বের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই নারী উদ্যোক্তাদের একটি পরিচয় থাকুক। ইউনিক আইডেনটিফিকেশন নম্বর তাঁদের সেই পরিচয়টাই দেবে। ব্যাংক ঋণ নিতে গেলে, বিদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সরকার কোনো ইন্সেন্টিভ দিলে, সেসব ক্ষেত্রে এই আইডেনটিফিকেশন নম্বর তাঁদের কাজে আসবে।’ 

মন্ত্রী বলেন, আমাদের অর্ধেক নারী কাজে সম্পৃক্ত হচ্ছে। এর সুফল আমরা পাবই। 

অনুষ্ঠানে ভিডিও বার্তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল কমার্সে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততার বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের পণ্য সারা দেশে পৌঁছে দিতে উই ডেলিভারির ব্যবস্থা করা হচ্ছে। আইসিটি বিভাগ থেকে নারী উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। 

এবারের উই কালারফুল ফেস্টে ৮৮টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ই-কমার্সের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, বাংলাদেশে যে পরিমাণ নারী উদ্যোক্তা তৈরি হয়েছে, এটা বাংলাদেশের ৫০ বছরের একটা বড় অর্জন। আইসিটি ইকোসিস্টেম না থাকলে এত নারী উদ্যোক্তা তৈরি হতে পারত না। এ সময় তিনি নারী উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানির জন্য ‘প্রপার ক্রস বর্ডার পলিসি’ দরকার বলে জানান। 

এবারের উই কালারফুল ফেস্টে নারী উদ্যোক্তারা খাবার, মসলা, পোশাক, গয়নাসহ সব দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন। আয়োজকেরা জানিয়েছেন, উই প্যাভিলিয়নে কো-ওয়ার্কিং স্পেস দ্য হাইভে রেজিস্ট্রেশন উইথ ক্যাশ পেমেন্টে ছাড় থাকছে। এ ছাড়া উদ্যোক্তারা তাঁদের স্টলে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছেন। উদ্যোক্তাদের শিশুদের জন্যও আছে চমৎকার আয়োজন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতাও থাকছে। ৩১ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। আয়োজনটির পৃষ্ঠপোষকতায় আছে দারাজ বাংলাদেশ লিমিটেড, বেঙ্গল ডায়মন্ড ও ফুডপান্ডা।

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে