হোম > সারা দেশ > ঢাকা

নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হাসানুজ্জামান ও আবু বকর সিদ্দিক গত ২৭ অক্টোবর এই রিট করেন। অর্থ সচিব, ডাক বিভাগের মহাপরিচালক, নগদের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসাইন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

কামাল হোসাইন মিয়াজী বলেন, নগদ ডাক বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান দাবি করলেও নথি ঘেঁটে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন তারা কোনো কারণে ব্যবসা বন্ধ করে দিলে গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর আইনে বলা হয়েছে এ ধরনের ব্যবসার ক্ষেত্রে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। কিন্তু নগদের এ ধরনের সম্পৃক্ততা না থাকায় রিট করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট