নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর এলাকায় যাত্রীবাহী ট্রান্স সিলভা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে এই বাসে আগুন দেওয়ার বিষয়টির নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম বলেন, মিরপুর রয়েল সিটি গেট, নয়তলা ভবনের পাশে, দিয়াবাড়ি এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে ৷
স্থানীয় পুলিশও সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।