হোম > সারা দেশ > ঢাকা

ভায়াডাক্ট দেবে যাওয়ায় আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ভায়াডাক্ট দেবে যাওয়ার কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন। 

নাসির উদ্দিন আহমেদ জানান, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। ঠিক করতে বেশ সময় লাগবে। কখন স্বাভাবিক চলাচল শুরু হবে বলতে পারছি না।

এদিকে, ডিএমটিসিএল থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত আজ সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। 

মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে কারওয়ান বাজার ও মতিঝিলের অফিসগামী যাত্রীরা। মেট্রোরেল যাত্রীদের ফেসবুক গ্রুপ ‘মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটিতে’ ভুক্তভোগী আনোয়ার পারভেজ লিখেছেন ৯টা ৯ মিনিটে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা ট্রেন আগারগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার সময় প্ল্যাটফরমেই যান্ত্রিক/সিগন্যাল ত্রুটিতে পড়ে। অতঃপর ডোর এলাইন করে সবাইকে ট্রেন থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৩৫ মিনিট।’ 

মতিঝিল থেকে আগারগাঁও অভিমুখে যাচ্ছিলেন মো. আমিরুল ইসলাম। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি লিখেছেন, ‘মতিঝিল থেকে উত্তরা অভিমুখে যাওয়ার মেট্রোরেলটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে তিন মিনিট দাঁড়িয়ে ছিল। কারওয়ান বাজার স্টেশনে এসে আবার ১০ মিনিট দাঁড়িয়ে থাকল। পরে মাইকে ঘোষণা হলো, মতিঝিল থেকে আগারগাঁও অভিমুখে মেট্রোরেল চলাচল করবে না। যাত্রীদের নেমে যাওয়ার অনুরোধ জানানো হলো।’

 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার