হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগে মারধরের শিকার ছাত্রদলের ৬ নেতা-কর্মী, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের বিরুদ্ধে রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছয় নেতা-কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর পরিচয় জানা যায়নি। 

শনিবার রাত সাড়ে ৮টার সময় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নাদির শাহ পাটোয়ারী, সহসাধারণ সম্পাদক রেজওয়ানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সভাপতি মো. সোহেল রানা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সম্পাদক আল আমিন এবং ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার কর্মী আসিফ। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। 

একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, জাতীয় জাদুঘরের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলের ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে বেশ কয়েকটি মোটরবাইকে করে কয়েকজন এসে অতর্কিত হামলা করেন। 

ঘটনার বর্ণনা দিয়ে আহত সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে ৮-১০টি মোটরসাইকেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের পরিচয় জানার সুযোগ হয়নি, তবে তাদের বেশ কয়েকজনের গায়ে ছাত্রলীগের টি-শার্ট ছিল।’ 

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ‘ছাত্রলীগের এ রকম চোরাগোপ্তা হামলার পরিণতি কখনো ভালো হবে না। তারা (ছাত্রলীগ) আমাদের আড্ডারত নেতা-কর্মীদের ওপর হামলা করে কাপুরুষতার পরিচয় দিয়েছে।’ 

অভিযোগের বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা শুনিনি। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের নেতা-কর্মীরা এখন টায়ার্ড, এসব করার (হামলা) কোনো প্রশ্নই আসে না।’ 

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার