হোম > সারা দেশ > ঢাকা

চাঁদা তুলতে গিয়ে আসলের হাতে নকল পুলিশ ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী আদাবর থানার সূচনা কমিউনিটি সেন্টার এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আসলের হাতে আটক হয়েছে এক ভুয়া পুলিশ। আটক তরুণের নাম আসিফ হোসেন (২৬)। এ সময় তাঁর কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও একটি পুলিশের ক্যাপ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার উপপরিদর্শক এসআই মো. সুজানুর। 

সুজানুর বলেন, সন্ধ্যায় পুলিশ পরিচয় দিয়ে অটো রিকশায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল ওয়াকি টকি, পুলিশের ক্যাপ উদ্ধার করা হয়।

সুজানুর আরও জানান, আটক আসিফ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর-আদাবর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে। বর্তমানে সে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউজিং এলাকায় বাস। তাঁর বাবার নাম মো. ওয়াহিদ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার