রাজধানী আদাবর থানার সূচনা কমিউনিটি সেন্টার এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আসলের হাতে আটক হয়েছে এক ভুয়া পুলিশ। আটক তরুণের নাম আসিফ হোসেন (২৬)। এ সময় তাঁর কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও একটি পুলিশের ক্যাপ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার উপপরিদর্শক এসআই মো. সুজানুর।
সুজানুর বলেন, সন্ধ্যায় পুলিশ পরিচয় দিয়ে অটো রিকশায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল ওয়াকি টকি, পুলিশের ক্যাপ উদ্ধার করা হয়।