হোম > সারা দেশ > ঢাকা

চাঁদা তুলতে গিয়ে আসলের হাতে নকল পুলিশ ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী আদাবর থানার সূচনা কমিউনিটি সেন্টার এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আসলের হাতে আটক হয়েছে এক ভুয়া পুলিশ। আটক তরুণের নাম আসিফ হোসেন (২৬)। এ সময় তাঁর কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও একটি পুলিশের ক্যাপ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার উপপরিদর্শক এসআই মো. সুজানুর। 

সুজানুর বলেন, সন্ধ্যায় পুলিশ পরিচয় দিয়ে অটো রিকশায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল ওয়াকি টকি, পুলিশের ক্যাপ উদ্ধার করা হয়।

সুজানুর আরও জানান, আটক আসিফ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর-আদাবর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে। বর্তমানে সে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউজিং এলাকায় বাস। তাঁর বাবার নাম মো. ওয়াহিদ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন