হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ২ শিশুসহ একই পরিবারের ৪ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক ও ঢামেক প্রতিবেদক 

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত দুই শিশুসহ একই পরিবারের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন।

আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকা মেডিকেলে আনা হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুসহ চারজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন। তার নাক দিয়ে রক্ত ঝরছে।’

জানা গেছে, জীবন মিয়া (৪০) ও খাদিজা আক্তার (৩৫) দম্পতির বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। খাদিজা নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ার একটি গার্মেন্টসে চাকরি করে। আর জীবন মিয়া গ্রামে কৃষি কাজ করে। তিন সন্তানসহ তারা ট্রেনে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। ট্রেন দুর্ঘটনায় পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজন আহত হয়েছেন। জীবন হাতে ব্যথা পেয়েছে, খাদিজা পায়ে ব্যথা পেয়েছে। তাদের মেয়ে তন্নিমার (১৫) কপাল কেটে গেছে। ছেলে সোয়াদের (৮) গাল কেটে গেছে, তার অবস্থা সংকটাপন্ন। আরেক সন্তান জীহাদ (১০) সুস্থ রয়েছে।

সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্দুর ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগমুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন:

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ