হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, চাচাতো ভাইবোন নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কুর্মিটোলায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ আরোহী দুই চাচাতো ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুও আহত হয়েছে। ঘটনার পরপরই চালকসহ গাড়িটিকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- মোটরসাইকেলচালক শামীম (৩৫) ও জান্নাত (১৮)। আহত শিশু সাদিয়া (৮) তাদের ভাগ্নি। তাঁদের বাড়ি বরগুনার বেতাগি উপজেলায়, থাকতেন কুড়িল বিশ্বরোড এলাকায়। জান্নাত কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেটকারটি মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনজনই পড়ে গিয়ে আহত হন। তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। এরপর শামীমেরও মৃত্যু হয়।

নিহত জান্নাতের বাবা বাহাউদ্দিন হাসপাতালে সাংবাদিকদের জানান, গত রাতে তার ভাতিজা শামীম মাটিকাটা থেকে তাঁদের কুড়িল বিশ্বরোডের বাসায় বেড়াতে আসেন। পরে শামীম তাঁর ভাগনি সাদিয়া (৮) ও চাচাতো বোন জান্নাতকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে মাটিকাটার বাসায় ফিরছিলেন। তাঁদের সঙ্গে আরেকটি মোটরসাইকেলে ছিলেন সাদিয়ার মা-বাবা ও দুই ভাই। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে শামীমের মোটরসাইকেলকে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়।

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এর চালককে। আহত শিশুর অবস্থাও গুরুতর। 

 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার