হোম > সারা দেশ > ঢাকা

১ মণ গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেই সঙ্গে মাদক কারবারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে তারা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খলিল মিয়া (৩৭) ও হাসান শিকদার (২৪)। 

র‍্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারি দেশের পূর্বাঞ্চল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে একটি পিকআপে রাজধানী ঢাকার উদ্দেশে  রওনা করেছে। ওই সংবাদের পর তাৎক্ষণিক রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া-ডেমরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে একটি অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয় এবং সন্দেহজনক গাড়িটি তল্লাশি করতে থাকে। তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক পিকআপটি র‍্যাবের চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‍্যাব সদস্যরা পিকআপটিকে সংকেত দেন। 

তিনি আরও জানান, পরে র‍্যাব সদস্যরা ওই পিকআপে থাকা দুজন আরোহীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, তাঁদের পিকআপে গাঁজা আছে। পরবর্তী সময় তল্লাশি করে তাঁদের দেখানো স্থান থেকে (পিকআপের পেছনে) আনুমানিক ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সেই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা