হোম > সারা দেশ > ঢাকা

১ মণ গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেই সঙ্গে মাদক কারবারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে তারা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খলিল মিয়া (৩৭) ও হাসান শিকদার (২৪)। 

র‍্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারি দেশের পূর্বাঞ্চল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে একটি পিকআপে রাজধানী ঢাকার উদ্দেশে  রওনা করেছে। ওই সংবাদের পর তাৎক্ষণিক রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া-ডেমরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে একটি অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয় এবং সন্দেহজনক গাড়িটি তল্লাশি করতে থাকে। তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক পিকআপটি র‍্যাবের চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‍্যাব সদস্যরা পিকআপটিকে সংকেত দেন। 

তিনি আরও জানান, পরে র‍্যাব সদস্যরা ওই পিকআপে থাকা দুজন আরোহীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, তাঁদের পিকআপে গাঁজা আছে। পরবর্তী সময় তল্লাশি করে তাঁদের দেখানো স্থান থেকে (পিকআপের পেছনে) আনুমানিক ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সেই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ