হোম > সারা দেশ > ঢাকা

‘শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

ঢাবি প্রতিনিধি

রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের দিকে ঠেল দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রগতিশীল ছাত্রনেতারা। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর তিন দফা দাবি নিয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশে এ অভিযোগ করেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, নামে-বেনামে যে ফি নেওয়া হচ্ছে, তা একজন নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীর পক্ষে দেওয়া সম্ভব নয়। শিক্ষার্থীরা উন্নয়ন ফি দিতে না পেরে আত্মহত্যা করছে।

কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার পেছনে উন্নয়ন ফিকে দায়ী করে বক্তারা বলেন, অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়ার কারণেই শিক্ষার্থীরা আজ এ পথ বেছে নিচ্ছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক রাগীব নাঈমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের প্রচার সম্পাদক সোহবত শোভন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহসভাপতি দ্বীপা মল্লিক, ছাত্র অধিকার জাবি শাখার সভাপতি রাকিবুল রনি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদিকুর রহমান সোহেল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ভারপ্রাপ্ত সভাপতি জয়দ্বীপ ভট্টাচার্য প্রমুখ।

আরিফ মঈনুদ্দিন বলেন, ‘একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের জীবন হবে আনন্দ উৎসবের। একজন তরুণ যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, তখন তার চোখে থাকে স্বপ্ন! দেশকে এগিয়ে নেবে, ব্যক্তি-পরিবার ও সমাজকে এগিয়ে নেবে। কিন্তু আমরা দেখছি, শিক্ষার্থীরা আত্মহত্যা করছেন। আমরা এটাকে শুধু আত্মহত্যা বলতে চাই না। আমরা বলতে চাই রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিচ্ছে। এটাকে আমরা প্রকাশ্যে হত্যাকাণ্ড বলতে পারি। একজন তরুণ তখনই আত্মহত্যা করে, যখন তার ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়। পাকিস্তান আমলে এ রকম বোঝা চাপিয়ে দিয়ে পার পাওয়া যায়নি।’ 

প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর তিন দফা দাবিগুলো হলো—
 ১. কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে
 ২. বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ফি বাতিল ও নামে-বেনামে ফি বৃদ্ধি বন্ধ করতে হবে
 ৩. ইউজিসির কৌশলপত্র বাতিল করতে হবে

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি