টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান-ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাথাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে, থেমে থেমে যান চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।