হোম > সারা দেশ > ঢাকা

ইভিএম কেনার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইসিতে দুদকের অভিযান

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য সংস্থাটি নির্বাচন কমিশনের কাছে নথি চেয়েছে।

এক অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রোববার দুদকের তিন সদস্যের একটি দল ইসিতে অভিযান চালায়। তবে টিমে এ সংক্রান্ত কোনো এক্সপার্ট (বিশেষজ্ঞ) ছিলেন না।

অভিযান শেষে সংস্থাটির সহকারী পরিচালক নূর আলম সিদ্দিক সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখতে দুদক অভিযান চালায়। তখন রেনডমের মাধ্যমে ইসিতে সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে তিনটি মেশিন পরীক্ষা করে দেখি। এতে দুটি ভালো ও একটি অচল পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ইসিতে ৬১৮টি, বিএমটিএফে ৮৬ হাজার এবং আঞ্চলিক অফিসে ৬২ হাজার মেশিন সংরক্ষণ করা আছে। নিম্নমানে মেশিন ক্রয়ের ব্যাপারে কিছু রেকর্ড সংগ্রহ করেছি। বাকি রেকর্ডপত্রের রিকুইজিশন দিয়েছি। নিম্নমানে মেশিন বেশি দামে কেনার অভিযোগ ছিল। রেকর্ডপত্র চেয়েছি। সেগুলো পেলে প্রতিবেদন দাখিল করব।

তিনি বলেন, অনিয়মগুলো খতিয়ে দেখার জন্য রেকর্ড প্রাপ্তি সাপেক্ষে বলতে পারব। কমিশন বলেছে, ‘তথ্য-উপাত্ত সরবরাহ করবে। এ জন্য আইটি এক্সপার্ট প্রয়োজন হলে নিয়োজিত করব। আমরা একটি মেশিনে যান্ত্রিক ত্রুটি পেয়েছি।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ