হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে সেতুর দাবিতে বিক্ষোভ, সওজের কার্যালয় ঘেরাও

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে সেতুর দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ সরিয়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন টঙ্গী বাজারের কয়েক হাজার ব্যবসায়ী।

আজ রোববার দুপুরের রাজধানীর আবদুল্লাহপুর ও টঙ্গী অংশের ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বেলা বাড়লে সড়ক ও জনপথের টঙ্গী বাজার কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আব্দুর রহিম খান কালা, আমিনুল ইসলাম লিটু ঘটনাস্থলে পৌঁছে সড়ক ও জনপথের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ব্যবসায়ীদের।

এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বিআরটি প্রকল্পের নিচে বেইলি সেতু অপসরণের কাজ বন্ধ করে দেন।

টঙ্গী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, টঙ্গী বাজারে ২৫ হাজারের বেশি ব্যবসায়ীর দোকান রয়েছে। প্রায় ১০০ বছর আগে তুরাগ নদের তীরে এ বাজার গড়ে উঠে। বেইলি ব্রিজটি সরিয়ে ফেলা হলে বাজারে ক্রেতারা আসতে পারবে না।

যোগাযোগ করা হলে ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন বলেন, ‘এই প্রকল্পটি আমাদের নয়। এটি হলো সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের। এ ব্যাপারে ওই দপ্তর ভালো বলতে পারবেন।’

যোগাযোগ করা হলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মো. আবুল হোসেন বলেন, পানিপ্রবাহ সচল রাখার জন্য তুরাগ নদের ওপর নির্মিত বেইলি সেতুটি বিআইডব্লিউটিএর পরামর্শ অনুযায়ী আর রাখা সম্ভব হচ্ছে না। তুরাগ নদের ওপর যেসব বেইলি ব্রিজ আছে, সবগুলোই অপসারণ করা হবে। উড়াল সড়ক দিয়ে চলাচলের জন্য একটি র‍্যাম্প চালু আছে। আরও চারটি র‍্যাম্প চালু করা হবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক