হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকদের আবারও সতর্ক করলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সত্য ও প্রকৃত চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করতে সাংবাদিকদের আবারও সতর্ক করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদককে ডেকে সতর্ক করেন।

এর আগে ‘সালাম মোর্শেদী জালিয়াতি করে বাড়ি দখল করেছেন’–এমন প্রতিবেদন প্রকাশ হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গত ১ ডিসেম্বর বিষয়টি আদালতদের নজরে আনেন। তিনি বলেন, গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রচার হলে এখানে শুনানির কি প্রয়োজন আছে। তারাই তো রায় দিয়ে ফেলেছেন যে, জালিয়াতি হয়েছে। ওই সময় আদালত বলেন, আমরা নথি দেখে আদেশ দেব, প্রতিবেদন দেখে নয়। পরে মামলা প্রভাবিত হয় এমন বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করতে সতর্ক করেন হাইকোর্ট।

এদিকে ‘ইসলামী ব্যাংকের ঋণে অনিয়ম, রিট করার পরামর্শ হাইকোর্টের’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হয় সম্প্রতি। এতে আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদককে ডেকে সতর্ক করেন হাইকোর্ট। রোববার আদালত বলেন, গণমাধ্যমে এসেছে আমরা নাকি রিট করতে পরামর্শ দিয়েছি। আমরা কোনো কনসালটেন্সি ফার্ম (পরামর্শক সংস্থা) নই, যে কাউকে পরামর্শ দিব।

সাংবাদিকদের উদ্দেশ্য করে আদালত বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন। প্রয়োজনে আদালত সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য নেবেন। আমরা কোনো পক্ষে না। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আদালত রিপোর্টের ক্ষেত্রে আইনগত জ্ঞান থাকা দরকার। আদালতের ভাষা বুঝতে হবে। এ ছাড়া ভবিষ্যতে রিপোর্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়।

‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার আদালতে উপস্থিত হয়ে বিষয়টির জন্য সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার