হোম > সারা দেশ > ঢাকা

তারেক রহমানকে সাজা দেওয়া জজকে মৃত্যুদণ্ড দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. আছাদুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ১৭ অক্টোবর এ রকম দুটি চিঠি ঢাকার আদালতে এসে পৌঁছায়।
 
আজ রোববার বিষয়টি জানান রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান। তিনি আরও জানান, বিচারকের নিরাপত্তা চেয়ে মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন ওই দিনই থানায় সাধারণ ডায়েরি করেছেন।

হুমকি দেওয়া এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে সাজা দেওয়ায় বিচারকের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। একজন চিঠি প্রদানকারী বিচারককে মৃত্যুদণ্ড দিয়েছেন। আরেকজন হত্যার হুমকি দিয়েছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, একটি চিঠি যিনি পাঠিয়েছেন, তাঁর ঠিকানা দেওয়া আছে বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটি। তিনি জহির উদ্দিন। অন্য চিঠিতে ঠিকানা দেওয়া আছে চট্টগ্রাম সদর থানার বরইতলী। তাঁর নাম হাতেম আলী সওদাগর। 

হাতেম আলী সওদাগরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় ভণ্ড বিচারক মো. আছাদুজ্জামান (মহানগর দায়রা জজ), ঢাকা। আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জোবাইদা রহমানকে সাজা দিয়েছেন। আপনাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। অচিরেই বিচার কার্যকর করব। বাংলার যুবসমাজ।’

অন্য চিঠিতে বগুড়ার জহির উদ্দিন উল্লেখ করেন, ‘বাংলার যুবসমাজের আইকন তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করেছে। অপেক্ষায় থাক। মাত্র দুই টুকরা কাপড়—একটা তোমার নিজের জন্য, অপরটা তোমার পরিবারের। দেখি সরকার তোমাকে কত দিন রক্ষা করে—দেশপ্রেমিক।’

কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। যারা চিঠি দিয়েছে, তাদের শনাক্ত করা হবে। 

উল্লেখ্য, গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ডের রায় দেন বিচারক মো. আছাদুজ্জামান।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক