হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

শোক দিবসে পতাকা টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা ইটনায় নিজেদের দোকানের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সদরের সরকারি খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা।

নিহতেরা হলেন—ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তাঁর ছোট ভাই বিজয় কর্মকার (১৭)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত বিজয় কর্মকার একটি লোহার পাইপে জাতীয় পতাকা বেঁধে টাঙানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের ওয়ার্কশপের সামনে থাকা বিদ্যুতের খোলা তারে লোহার পাইপের নিচের অংশ লেগে তাৎক্ষণিক লোহার পাইপ ধরে থাকা বিজয় কর্মকার বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে পাশে থাকা তার বড় ভাই হৃদয় কর্মকার ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তিনিও তড়িতাহত হন।

ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নিজেদের দোকানে জাতীয় পতাকা টানাতে যান ছোট ভাই বিজয় কর্মকার। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হৃদয় কর্মকারও তড়িতাহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা