হোম > সারা দেশ > ঢাকা

ঠিক হয়েছে উড়োজাহাজের ত্রুটি, ঢাকা থেকে নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি মেরামত করে আজ রোববার সকালে ঢাকায় আনা হয়েছে। শনিবার (২০ আগস্ট) ঢাকা থেকে দিল্লিতে পৌঁছানোর পরই বিমান বাংলাদেশের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় সেই উড়োজাহাজে যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

পরে যাত্রীদের দেশে ফেরাতে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়েছিল বিমান। একই সঙ্গে বিমানের প্রকৌশলী পাঠানো হয়েছিল উড়োজাহাজটি মেরামত করে ফিরিয়ে আনতে। 

আজ রোববার দুপুরে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকা বলেন, ‘দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া উড়োজাহাজটি মেরামত করে আজ সকালে ঢাকায় আনা হয়েছে। এটা এখন নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত। আর ১৬২ জন যাত্রীকে অন্য একটি উড়োজাহাজে রাত ২টার দিকে দেশে আনা হয়েছে।’ 

বিমান সূত্র জানিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে পর বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা যায়। উড়োজাহাজটির ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া যায়নি। 

প্রসঙ্গত, এর আগে ১৮ জুলাই উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে পাঁচ ঘণ্টার বেশি সময় পশ্চিমবঙ্গের কলকাতায় আটকে থাকতে হয়েছিল বিমানের যাত্রীদের। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি সেদিন নির্ধারিত সময়ে ছাড়েনি।

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু