হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে আবারও রাস্তায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, বিষপানে স্বামীর ‘আত্মহত্যাচেষ্টা’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুই নারী তাঁদের স্বামীর হাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে আশকোনা পানির পাম্পসংলগ্ন সড়কে শিমা আক্তার (৩৯) নামের এক নারীকে তাঁর স্বামী দুলন মিয়া (৪২) গলা কেটে হত্যা করার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগের দিন গতকার মঙ্গলবার একই এলাকায় শিল্পী আক্তার (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিককেও তাঁর স্বামী গলা কেটে হত্যা করেন।

আজ দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলন মিয়াকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

নিহত শিমা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পুকুরপাড়া গ্রামের হাফিজ মিয়ার মেয়ে। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন। গ্রেপ্তার হওয়া দুলন মিয়া একই উপজেলার কবি খান্দান গ্রামের ফতু মিয়ার ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী। তাঁরা বর্তমানে দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।

নিহত শিমা আক্তারের ছোট ভাই মাহফুজ মিয়া জানান, ‘পরিবারে ঝামেলা থাকতেই পারে। আমি বাসা থেকে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। পরে আমার বোন যে বাসায় কাজ করে, সেখানে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তায় দুলন মিয়া আমার বোনকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর দুলন মিয়া বিষ পান করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

মাত্র দুদিনের ব্যবধানে একই এলাকায় দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে