হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সচিবালয় ছাড়লেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি 

সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তিসহ পাঁচ দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার তাঁরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের ১২ সদস্যের এবং শিক্ষকদের ৬ সদস্যের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা) ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। আশ্বাস পেয়ে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা।

বৈঠক শেষে বেরিয়ে আন্দোলনের সংগঠক একেএম রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৩ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু আগামীকাল (মঙ্গলবার) ১২টায় মিটিং দেওয়া হয়েছে। এ মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগামীকালই আমাদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রূপরেখা দেওয়া হবে।’

শিক্ষকদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের নাসির উদ্দিন আহমদ বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) মিটিংয়ে শিক্ষা উপ উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী), তথ্য উপদেষ্টা নাহিদ, সেনাবাহিনীর কর্মকর্তারাও থাকবেন। ইউজিসির যে পাইলট প্রকল্প সেটার কার্যক্রম যখনই শুরু হবে সেটায় প্রথম বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে বলে তাঁরা আমাদের জানিয়েছে।’

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন