হোম > সারা দেশ > ঢাকা

ভবিষ্যত স্থপতিদের কেএসআরএম অ্যাওয়ার্ড ১৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভবিষ্যত স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্ট’ দেওয়া হবে আগামী ১৭ নভেম্বর। বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (আইএবি) ও কেএসআরএমের যৌথ আয়োজনে একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি, এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের আইএবির স্বীকৃত আর্কিটেকচার ডিপার্টমেন্ট-এর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সেরা দূরদর্শী প্রকল্পগুলিকে উৎসাহিত করা।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটে (আইএবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজকেরা জানান, ২০১৯ সালে প্রবর্তিত এই পুরষ্কার স্থাপত্যের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং ডিপার্টমেন্টগুলোকে অনুপ্রাণিত করার জন্য বার্ষিকভাবে প্রদান করা হয়। এই প্রদর্শনী এবং প্রকাশনা মিলিয়ে কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস মেধাবী শিক্ষার্থী প্রকল্পগুলো উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। টানা তিন পর্বের সাফল্যের পর কেএসআরএম আওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্ট (২০২১-২০১২) ৪র্থ পর্ব এই বছর অব্যাহত রয়েছে। ১২ সেপ্টেম্বর এ বছরের আওয়ার্ড কর্মসূচি ঘোষণা করে এবং কল ফর এন্ট্রি ঘোষণা করে। দুই পর্যায়ের স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রকল্পগুলির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

১৩টি আইএবি-স্বীকৃত আর্কিটেকচার ডিপার্টমেন্ট-এর প্রত্যেকটিতে অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হতে জুলাই ২০১১ থেকে জুন ২০২২-এর মধ্যে তিনটি প্রকল্প জমা দিতে বলা হয়েছিল। নিজেদের ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ স্ক্রীনিং পার করে আসা সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রকল্পগুলি অবশেষে জাতীয় পর্যায়ের মূল্যায়নে অংশগ্রহণের সুযোগ লাভ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১টি প্রতিষ্ঠান থেকে মোট ২৮টি প্রকল্প এই বছরের সময়সীমার মধ্যে জমা দেওয়া হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ এবং পুরস্কারপ্রাপ্ত স্থপতিদের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের জুরিবোর্ড, ১০ নভেম্বর, ২০২২-এ এই প্রকল্পগুলি মূল্যায়ন করে এবং একটি নিরপেক্ষ বিচারের পরে বিজয়ী এন্ট্রিগুলির বিষয়ে সিদ্ধান্ত নেয়।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), আহসানল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট), স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (ইউএপি)।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইএবির সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমীন ইমু, স্থপতি মোহাম্মদ আরেফিন ইব্রাহিম, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, সিনিয়র ম্যানেজার ব্রান্ড শাহেদ পারভেজ, এআইইউবির স্থপতি বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি আশিক ইকবাল, খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য অনুষদের প্রধান ড. শেখ সিরাজুল হাকিম, কেএআরএমের ডেপুটি ম্যানেজার ব্রান্ড মনিরুজ্জামান রিয়াদ প্রমুখ।

দেশের শীর্ষস্থানীয় স্টীল প্রস্তুতকারক কোম্পানি কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম) এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরে ২০১৯ সালে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে