হোম > সারা দেশ > রাজবাড়ী

বয়সে বাপের চেয়ে বড় ছেলে, জন্ম তারিখ বিভ্রাটে ভাতা পাচ্ছেন না শহর আলী

প্রতিনিধি

রাজবাড়ী: বাবা থেকে চার বছরের ছোট ছেলে, স্বামীর থেকে স্ত্রী ১১ বছরের বড়। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। জাতীয় পরিচয়পত্রে বয়সের গরমিল থাকার কারণে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহর আলী (৭৫)।

শহর আলী, তার স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে স্বপনের জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, শহর আলীর জন্ম তারিখ ১৮ আগস্ট, ১৯৬৩; স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম তারিখ ১৭ মে,১৯৫২; আর একমাত্র ছেলে মো. স্বপনের জন্ম তারিখ ৫ ফেব্রুয়ারি, ১৯৬৭। এ হিসেবে শহর আলীর বয়স ৫৮ বছর, তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৬৯ বছর আর ছেলে স্বপনের বয়স ৫৪ বছর।

শহর আলী জানান, বিয়ের পর ছেলে আলাদা থাকেন। পেশায় দিনমজুর। বয়সের ভারে এখন আর কাজ কর্ম করতে পারেন না। আয় রোজগার না থাকায় খেয়ে না খেয়ে কোনোমতে চলছে দুজনের সংসার। একটি ভাতার কার্ড চেয়েছিলেন চেয়ারম্যানের কাছে। কার্ড বিভাগ থেকে বলা হয়েছে, তাঁর বয়স হয়নি। জাতীয় পরিচয়পত্রে তিনি ছাড়া বাকি দুজনের বয়স ঠিকই আছে। আমি মূর্খ মানুষ। লেখাপড়া জানি না। ভালোমন্দ কিছু বুঝিও না। এটা কীভাবে ঠিক করবো তাও জানি না।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শহর আলীর বয়স ৬৫ বছর হয়নি। ফলে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। তাঁর জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমার পক্ষ থেকে যা করণীয় সেটা করবো।

বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, জন্মতারিখ সংশোধন করতে গেলে কিছু প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে বিয়ের কাবিননামা, ভাই-বোন বা আপনজনের কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। এসব মিলিয়ে দেখে যদি সত্যিই গরমিল থাকে তাহলে সংশোধন করা যেতে পারে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির