নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সান্তানপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম টিটু বলেন, ‘রবিবার রাত ৮টার দিকে সান্তানপাড়া গ্রামের কেরামত আলীর বাড়িতে হঠাৎ এক ঝাক শিয়াল এসে তাদের বাড়ির লোকজনদের এলোপাতাড়ি কামড়াতে থাকে। এ সময় কেরামত আলীসহ (৫৫) তাঁর বাড়ির রিফাত (২০) কাউছার (২৬) রিপন (৩৫) আরিফুজ্জামান (৪০) ও নাজমা (৫০) শিয়ালের কামড়ে আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।’
পলাশ উপজেলা হাসপাতালে চিকিৎসারত কাউছার জানায়, হঠাৎ এক ঝাঁক শিয়াল এসে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে ধরে। পরে এলাকার লোকজন জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে শিয়াল তাড়া করেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়া হয়েছে।