হোম > সারা দেশ > ঢাকা

সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে উন্নয়নকাজ

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী-মাওয়া ব্যস্ততম সড়কে উন্নয়নকাজ শুরু হলেও আতঙ্ক রয়েই যাচ্ছে। সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে রাস্তার উন্নয়নকাজ। এতে যানবাহন চলাচলের সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

সরেজমিনে আজ সোমবার গিয়ে দেখা যায়, টঙ্গীবাড়ী-মাওয়া সড়কের বালিগাঁও বাজারে রাস্তার ঢালাই কাজ চলছে। কিন্তু সড়কের ভেতরেই রয়েছে বিদ্যুতের খুঁটি। পল্লী বিদ্যুতের সব কটি খুঁটিই রয়েছে সড়কের ওপরে। খুঁটিগুলো প্রায় সড়কের ১ ফুট থেকে দেড় ফুট ভেতরে রয়েছে। 

এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে অনেকে। 

সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, সড়কটি ২৪ ফুট প্রশস্ত দুই লেনের। 

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির সুজন বলেন, ‘এই সড়কে একের পর এক দুর্ঘটনা লেগেই আছে। কিছুদিন আগেও এই পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। এভাবে সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থাকলে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে।’ 

এ বিষয়ে বালিগাঁও বাজার কমিটির সদস্যসচিব আলমগীর কবির বলেন, ‘সড়কের ওপর খুঁটি থাকলে যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে। তাই খুঁটিগুলো অপসারণ করা প্রয়োজন।’ 

উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি ম্যানেজার হজরত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘খুঁটি সরানোর ব্যাপারে আমরা কোনো চিঠি পাইনি।’ 

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এ এইচ এম মোবারক উল্ল্যা বলেন, ‘প্রায় বছরখানেক আগে সড়ক ও জনপথ বিভাগ আমাদের সঙ্গে একটা হিসেব করেছিল। হাতিমারা থেকে মাওয়া পর্যন্ত খুঁটিগুলো সরানোর জন্য প্রায় ১১ কোটি টাকার একটা হিসাব দিয়েছিলাম। এরপর তারা আর আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’ 

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তা প্রশস্ত করার কারণে কিছু বিদ্যুতের খুঁটি সড়কের ভেতরে রয়েছে। খুঁটি সরানোর ব্যাপারে কোনো বাজেট করা হয়নি এবং খুঁটি সরানোর জায়গা না থাকায় খুঁটিগুলো সরানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সড়কের পাশে দোকানপাট সরিয়ে খুঁটিগুলো স্থানান্তর করা হবে।’ 

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২