হোম > সারা দেশ > ঢাকা

‘ইভিএম-এ চাপ দিতে আমি মানুষ রাখব’ বক্তব্য তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ইভিএম-এ চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব।’ চট্টগ্রামের বাশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষমতাসীন দলীয় মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী এমনই এক বক্তব্য দিয়ে হইচই ফেলে দিয়েছেন। নানা মহলে এ নিয়ে চলছে সমালোচনা। বক্তব্যটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরেও এসেছে। আর তাই কমিশন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এক চিঠির মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, ঘটনাটি যাচাই বাছাই করতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইসির তরফ থেকে সেই চিঠি পাঠানো হয়।

গত শনিবার বাংলাবাজার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে মুজিবুল হক চৌধুরী ওই বক্তব্য দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মুজিবুল হক চট্টগ্রামের ভাষায় ভোটারদের উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, ‘তো এখানে ইভিএম একটা করেছে সরকার। তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।’ তিনি আরও বলেন, ‘ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম।’ 

এদিকে চট্টগ্রামের ওই ঘটনার পাশাপাশি একই চিঠিতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী মাহবুবুর রহমান জামিলকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি। আগামী ১৫ জুন এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা