হোম > সারা দেশ > ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, বাসায় ডেকে নিয়ে নির্যাতন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও অপহরণের শিকার একজনকে উদ্ধার করেছে র‍্যাব। তাঁরা হলেন আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রবিন মাহমুদ (২২), আসিফ আহমেদ (২৬), শারমিন (২৬) ও জাকির হোসেন (২৪)। গত বুধবার রাজধানীর দক্ষিণখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) মো. মাজাহারুল ইসলাম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

মো. মাজাহারুল ইসলাম বলেন, অপহরণের শিকার রাশিদুস সাবরু নিলয়ের (২৪) বাবা গত মঙ্গলবার র‍্যাব-৪-এ একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, কতিপয় দুষ্কৃতকারী তাঁর ছেলেকে আটকে রেখে নির্যাতনের ছবি পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে গত বুধবার রাতে অপহৃত রাশিদুস সাবরু নিলয়কে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাজাহারুল ইসলাম বলেন, সাভারের রেডিও কলোনির বাসিন্দা নিলয়। তাঁর সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা আতিয়া ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। পরে নিলয়ের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে নীলা দেখা করতে চান এবং তাঁর বাসায় দাওয়াত দেন। নিলয় সেখানে গেলে তাঁকে গ্রেপ্তারকৃত অন্যদের সহযোগিতায় আটকে রেখে শারীরিক নির্যাতন শুরু করেন। সেই সঙ্গে নিলয়ের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। অন্যথায় নিলয়কে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন