হোম > সারা দেশ > ঢাকা

রামুর সাবেক ও বর্তমান ইউএনওর বিরুদ্ধে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজারের রামু উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা ও বর্তমান ইউএনও ফাহমিদা মোস্তফার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তাঁদের বিরুদ্ধে এ রুল দেওয়া হয়।

এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ সোমবার রুল জারি করেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

তৈমুর আলম বলেন, ‘১ কোটি ২৬ লাখ ৭২ হাজার টাকা দিয়ে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের ইজারা পান স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম। তিনি ইজারা পাওয়ার পরই পরই করোনার কারণে বাজারঘাট বন্ধ হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন ইজাদার নুরুল ইসলাম। ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক বরাবর ইজাদারের মেয়াদ ছয় মাস বৃদ্ধির জন্য আবেদন করেন তিনি। দীর্ঘ দিনেও তাঁর আবেদন নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে রিট করা হয়।’

তৈমুর আলম আরও বলেন, ‘হাইকোর্ট গত ২১ এপ্রিল বাজার ইজারার মেয়াদ ছয় মাস বৃদ্ধি করতে নির্দেশ দেন। এরই মধ্যে নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা পরিবর্তন হয়ে তাঁর স্থলে বসেন ফাহমিদা মোস্তফা। তবে উচ্চ আদালতের নির্দেশনার পর দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন না করায় দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করা হয়।’

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ