হোম > সারা দেশ > ঢাকা

৯৯৯ নম্বরে ফোন করে মিলবে ট্রাফিক আপডেট

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে ঢাকা মহানগরীতে আংশিক ট্রাফিক সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ করা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবিদাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট-অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত হয়ে যায়। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক দেরি হয়। এ ক্ষেত্রে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে থাকে। জরুরি গন্তব্যে পৌঁছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বেশ কিছু বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছে।

যেসব বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে: বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের দাবিদাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন কেব্‌ল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন বা মেরামত; রাস্তার পাশে ভবনে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া; বিভিন্ন কারণে রাস্তায় সংঘর্ষ বা মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেলে।

এসব কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যেসব রাস্তায় যান চলাচলের ব্যবস্থা নিয়ে থাকে, সে-সংক্রান্ত তথ্য দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরবাসীদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উল্লেখিত বিষয়ে তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে