হোম > সারা দেশ > ঢাকা

৯৯৯ নম্বরে ফোন করে মিলবে ট্রাফিক আপডেট

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে ঢাকা মহানগরীতে আংশিক ট্রাফিক সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ করা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবিদাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট-অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত হয়ে যায়। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক দেরি হয়। এ ক্ষেত্রে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে থাকে। জরুরি গন্তব্যে পৌঁছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বেশ কিছু বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছে।

যেসব বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে: বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের দাবিদাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন কেব্‌ল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন বা মেরামত; রাস্তার পাশে ভবনে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া; বিভিন্ন কারণে রাস্তায় সংঘর্ষ বা মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেলে।

এসব কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যেসব রাস্তায় যান চলাচলের ব্যবস্থা নিয়ে থাকে, সে-সংক্রান্ত তথ্য দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরবাসীদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উল্লেখিত বিষয়ে তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি