হোম > সারা দেশ > ঢাকা

৯৯৯ নম্বরে ফোন করে মিলবে ট্রাফিক আপডেট

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে ঢাকা মহানগরীতে আংশিক ট্রাফিক সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ করা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবিদাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট-অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত হয়ে যায়। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক দেরি হয়। এ ক্ষেত্রে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে থাকে। জরুরি গন্তব্যে পৌঁছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বেশ কিছু বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছে।

যেসব বিষয়ে তথ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে: বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের দাবিদাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন কেব্‌ল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন বা মেরামত; রাস্তার পাশে ভবনে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া; বিভিন্ন কারণে রাস্তায় সংঘর্ষ বা মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেলে।

এসব কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যেসব রাস্তায় যান চলাচলের ব্যবস্থা নিয়ে থাকে, সে-সংক্রান্ত তথ্য দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরবাসীদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উল্লেখিত বিষয়ে তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার