হোম > সারা দেশ > ঢাকা

দাবি মেনে হল খোলা রাখার বিজ্ঞপ্তির পর তালামুক্ত জবির হল প্রভোস্ট

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ বুধবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে হল খোলা রাখার লিখিত বিজ্ঞপ্তি দেয় হল প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ বুধবার সকাল ১০টার দিকে ছাত্রীদের বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে দুপুর ১২টা থেকে হল প্রভোস্টের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হল খোলা রাখা এবং ছাত্রীদের যাবতীয় সুবিধাসহ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন আবাসিক ছাত্রীরা। পরে বেলা সোয়া ২টার দিকে হল প্রভোস্টের কক্ষে তালা দিয়ে প্রভোস্ট ও হাউস টিউটরদের অবরুদ্ধ করেন ছাত্রীরা। 

পরে বেলা ৩টা ১৫ মিনিটের দিকে হল প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানি সরকার আবাসিক ছাত্রীদের দাবি মেনে নিয়ে তাঁর সই করা লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের সকল দাবি (গ্যাস, পানি, বিদ্যুৎ, লিফট, ইন্টারনেট, ক্যানটিনসহ পূর্বের ন্যায় নিরাপত্তা) মেনে নেওয়া হলো এবং তাদের হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেওয়া হলো।’ 

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে হল প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আমি বলেছি, যারা হলে থাকার তাঁরা থাকবে, যারা চলে যাওয়ার, যাবে।’ 

এদিকে, কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গায়েবানা জানাজা পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানাজা শেষে তাঁরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। 

জানাজা শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইভান তাওসিফ বলেন, ‘আমাদের পাঁচটি দাবি রয়েছে প্রশাসনের কাছে। পাঁচটি দাবি হলো—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে, ছাত্রীদের নিরাপত্তা দিয়ে হল খোলা রাখতে হবে, আহত শিক্ষার্থীদের খরচ বহন করতে হবে, ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের বাসসেবা দেওয়া বন্ধ করতে হবে, মেসে যেসব শিক্ষার্থী থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল