হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মাহবুব আমিন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাহবুব আমিন (৬০) নামের এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার ধাইসার গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই প্রবাসী আত্মহত্যা করেছেন।

মাহবুব আমিন ওই গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে। তিনি একসময়ে উপজেলা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় শ্রীনগর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি কৃষি ব্যাংকে অফিসার পদে চাকরি করেন।

স্থানীয়রা জানান, ১৯৯০ সালে জাপানে পাড়ি জমান মাহবুব আমিন। সেখান থেকে দেশে ফিরে স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে চলে যান। সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু এবং নাগরিকত্বও লাভ করেন। বছরখানেক আগে তিনি দেশে ফিরে আসেন। সম্প্রতি তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেন স্থানীয়রা।

বুধবার সকালে ঘুম থেকে জেগে তাঁর মা মাহবুব আমিনকে বাড়ির আঙিনায় একটি লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা পরে পুলিশে খবর দেন।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ