হোম > সারা দেশ > ঢাকা

৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও থানার নাখালপাড়া এলাকা থেকে ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম মেহেদী হাসান ওরফে রাজু। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নাখালপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাইক পেট্রল-৬২ চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দ্রুত পলায়নের চেষ্টা করেন।

এরপর তাকে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে তিনশ বিয়াল্লিশ পুরিয়া হেরোইন জব্দ করা হয়, যার ওজন ৮৫ গ্রাম।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. রেজাউল করিম বাদী হয়ে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১৬ জুলাই আসামি মেহেদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৫ জন আদালত সাক্ষ্য দেন।

রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ