হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয় হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মসজিদের ইমামকে চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার নানাখী পূর্বপাড়া মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেনকে এই হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে আজ শনিবার তিনি গ্রামের বাড়ি চলে গেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী (মালছ) এলাকার পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেন পাশের একটি কক্ষে থাকেন। গতকাল শুক্রবার সকালে নিজের বিছানার ওপর হাতে লেখা একটি চিরকুট পান তিনি। তাতে লেখা রয়েছে, ‘এই জুমার নামাজের আগে চলে যাবি। রোববারে দেখলে লাশ পড়বে। কাউকে বলার চেষ্টা করলে মরবেন। খোদার কসম, না গেলে তুই শেষ। সোমবার আবার আসব।’

চিরকুটটি দেখার পর নিরাপত্তাহীনতায় ভোগেন মাওলানা মকবুল হোসেন। পরে আজ শনিবার সকালে এ বিষয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মসজিদের মুসল্লি ইব্রাহীম মিয়া বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারপরও নিরাপত্তাহীনতার কারণে ইমাম সাহেব আজ গ্রামের বাড়ি চলে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে থানায় জিডি নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির