হোম > সারা দেশ > ঢাকা

গণহত্যার বিচার ও গায়েবি মামলায় গ্রেপ্তার–নির্যাতন বন্ধের দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণহত্যার বিচার ও গায়েবি মামলায় গ্রেপ্তার–নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আজ সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আইনজীবী সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার অনীক আর হকসহ আইনজীবীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী জামিউল হক ফয়সাল।

মানববন্ধনে অংশ নিয়ে জেড আই খান পান্না বলেন, ১৯৭১ সালে ছাত্ররাই কিন্তু দেশের স্বাধীনতার পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলেছিল। ছাত্ররাই ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুরু করেছিল। পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত দেখিনি যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক দাবির কারণে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়। রাতের অন্ধকারে কেন ব্লক রেড করে বাসা থেকে তুলে নেওয়া হবে, কোন অধিকারে? আমরা ধিক্কার দেই। যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পদে পদে সরকার তা বরখেলাপ করে যাচ্ছে। 

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আমরা এতদিন যারা চুপ ছিলাম তারাও সমানভাবে দায়ী। এতগুলো জীবন বাঁচানোর জন্য আমাদেরকে আগে থেকেই রাস্তায় নামা উচিত ছিল। শিক্ষার্থীরা নিরস্ত্র অবস্থায় শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেছিল। সংবিধান প্রদত্ত সভা–সমাবেশ, মত প্রকাশের অধিকারই তারা চর্চা করেছিল। এই দেশে এমন একটি সংস্কৃতি তৈরি করা হয়েছে– যেখানে কেউ যদি কোনো দাবি তুলে ধরতে চায় তাদের ওপর শক্তি প্রয়োগ করে দমন–পীড়ন করা হয়। এমনভাবে দমিয়ে ফেলা হয় যাতে আর কেউ দাবি উচ্চারণ করার সাহস না পায়। 

আইনজীবী মানজুর আল মতিন বলেন, আমরা আর ঘরের কোনায় লুকিয়ে থাকব না। কারণ ঘরের কোনায় লুকিয়ে থেকেও আমার সন্তান নিরাপদ না। আমার টাকায় কেনা বন্দুক, আমার টাকায় কেনা হেলিকপ্টার, আমার টাকায় কেনা গুলি, আমার বুকেই লাগবে? বহু কথা হয়েছে, বহু অশ্রু বিসর্জন হয়েছে মেট্রোরেল–জাতীয় স্থাপনা নিয়ে। এগুলো আমার করের টাকায় কেনা। নাগরিকদের প্রশ্ন এগুলো রক্ষায় কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? এগুলো কেন পুড়লো, কেন ধ্বংস হলো? কেন ইন্টারনেট বন্ধ? এর জবাব সরকারকে দিতে হবে।

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক